চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলসহ ২ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তোহাখানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে বিজিবি। আটককৃরা হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পিরোজপুর তোহাখানা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাইদুল ইসলাম (৪৫) ও সুখন মন্ডলের ছেলে মাসুদ রানা (৩৩)।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকপাড়া বিওপির হাবিলদার ফিরোজ আহমেদের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৪/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মাইদুল ইসলাম ও মাসুদ রানা কে আটক করা হয়। অভিযানকালে আরো ৯ জন পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ অক্টোবর, ২০২২