শিবগঞ্জে সাদা ইয়াবাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া পাইলিং মোড় থেকে মঙ্গলবার রাতে নতুন ধরনের সাদা ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে লক্ষীপুর গ্রামের আজিজুল হকের ছেলে রনি (২৫)।
র‌্যাবের  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া পাইলিং মোড়ে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। অভিযানে ৩৯৫ টি সাদা ইয়াবাসহ  মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রশাসনের চোখ এড়াতে অভিনব কায়দায় নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেট মায়ানমার হতে টেকনাফ, চট্টগ্রামসহ বিভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ অক্টোবর, ২০২২