চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সাহা (৫২) মারা গেছেন।
তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর শিবগঞ্জ পৌরস্থ নিজ বাসভবনে মারা যান। তিনি প্রায় ৫ বছর ধরে মরণব্যাধি লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি ১৯৯৮ সাল থেকে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে সহকারী অধ্যাপক হিসাবে চাকুরীরত ছিলেন। অধ্যাপক প্রশান্ত কুমার সাহা একজন সহজ-সরল ও মিষ্টিভাষী মানুষ এবং শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক ছিলেন। ছাত্র অবস্থা থেকেই তিনি বিভিন্ন আর্তমানবতা ও সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র মৃত্যুতে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪-১০-২২
শাহনেয়ামতুল্লাহ কলেজ শিক্ষক প্রশান্ত কুমার সাহা মারা গেছেন