শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে স্মৃতি (১) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশু গ্রামের হাবিব আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, দুপুর বেলায় বাড়ির কাজে সবাই যখন ব্যস্ত, তখন ওই কন্যা শিশুটি মাটিতে খেলাধুলা করছিল। খেলতে খেলতে টিউবওয়েল পানি জমা থাকা একটি ডোবায় গিয়ে পড়ে যার। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ অক্টোবর, ২০২২