চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় সংলগ্ন জিয়া নগর উসকাঠিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরীর সময় বিষ্ফোরণের ঘটনায় যুবলীগ নেতার মা আহত ফাহমিনা বেগম (৫৫) মারা গেছেন। সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ের জিয়ানগর এলাকার মৃত তবজুল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহত ফাহমিনা বেগমের ছেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সহ সভাপতি আহত শহিদুল ইসলাম শহিদ (৩৮) চিকিৎসাধীন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, গত শনিবার রাত ৯ টার দিকে শহরের জিয়ানগর উসকাঠিপাড়ায় একটি বাড়িতে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম শহিদ (৩৮) তার মা ফাহমিনা বেগম (৫৫) আহত হয়। এই ঘটনার একদিন পর সোমবার বিকালে ফাহমিনা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে রাখা হয়েছে। এই লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করবে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ।
ওসি আরো জানান, পুলিশ বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণের ঘটনায় আহত শহিদের মা মারা গেছেন