শিবগঞ্জে ২টি ওয়ান শুটার গানসহ ১জন আটক


চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগানের সামনে থেকে ২টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জে রানীবাড়ী এলাকার কামরুজ্জামানের ছেলে তাজেমুল ইসলাম (২৮)।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জে লাহাপুর খড়কপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে লাহাপুর খড়কপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ তাজেমুলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
এদিকে র‌্যাবের অপর অভিযানে শিবগঞ্জে ছত্রাজিতপুর এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার এক পলাতক আসামীকে আটক করে। সে শিবগঞ্জের কমলাকান্তপুর মাইঠাপাড়ার জেন্টু আলীর ছেলে রানা ইসলাম (২১)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ অক্টোবর, ২০২২