চাঁপাইনবাবগঞ্জে জেলেপল্লীর নারীদের মাঝে শাড়ি বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুনপাড়া জেলেপল্লিতে রোববার বিকেলে ৩০ জন নারীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি উপহার দেয়া হয়েছে।  বিকেল সাড়ে চারটায় নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা' এসব শাড়ি বিতরণ করে।
সংগঠনের সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন,  সদস্য ডলিয়ারা বেগম, সানজিদা বেগম, মনসুরা খাতুন প্রমূখ।
কাপড় পেয়ে নারীরা জানান, তাঁরা নদীতে মাছ ধরে  ও বাজারে মাছ বিক্রি করে জীবীকা নির্বাহ করে থাকে। পূজাতে কেউ কেউ পরিবারের জন্য নতুন জামাকাপড় কিনেছেন। আবার অনেকে তা পারেননি। এ নতুন শাড়ি পাওয়ায় দুর্গাপূজায় বাড়তি আনন্দ যোগ হলো তাঁদের।
এসময় সেখানে হৃদরোগ বিষয়ে পরামর্শ দেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ওমর ফারুক।  তিনি ওই গ্রামের মানুষদের ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরীক্ষার জন্য মেশিন দেয়ার ঘোষণা দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ অক্টোবর, ২০২২