নাচোলে রানী ইলা মিত্রের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত


তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী রানী ইলা মিত্রের ২০ তম মৃত্যু বার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে নাচোলে পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রানী ইলা মিত্র সংসদের উদ্যোগে কাঙ্গালি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, প্রয়াস উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, রানী ইলা মিত্র সংসদের সভাপতি বিধান সিং, উপজেলা মাধ্যমিক সহকারী শিক দুলাল উদ্দিন খান, সাংবাদিক সাজিদ তৌহিদ, মনিরুল ইসলাম।
 সভায় বক্তারা ইলা মিত্রের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ অক্টোবর, ২০২২