সোনামসজিদ সীমান্তে ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দারাসবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার ১ হাজার ৯শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করেতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্নু শেখের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/ ১০ এস হতে আনুমানিক ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাসবাড়ি নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১ হাজার ৯শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রায়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ সেপ্টেম্বর, ২০২২