সোনামসজিদ স্থলবন্দর ৬দিন বন্ধ


আগামী ১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। সোমবার সন্ধ্যায় সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলে মহদিপুর এক্সপোর্টার্স এসোসিয়েশন থেকে জানানো হয়, আগামী ১ অক্টোবর শনিবার হতে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কর্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে যে সব ভারতীয় পণ্য বোঝাই গাড়ি অবস্থান করবে। সে সব গাড়ি খালাসের বিষয়ে স্ব-স্ব সিঅ্যান্ডএফ কার্যক্রয় স্বাভাবিক থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৮ অক্টোবর পুনরায় সোনামসজিদ স্থলবন্দরের সকল প্রকার আদানি-রপ্তানিক কার্যক্রম চালু হবে।
এদিকে পানামা বন্দরের ম্যানেজার মাইনুল ইসলাম জানান; 'দূূূর্গাপূজা উপলক্ষে ভারতের মাহাদিপুরের বন্দর বন্ধ থাকায় এখানে পণ্যবাহী  আসবে না। তবে আমাদের বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।'


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ সেপ্টেম্বর, ২০২২