চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৮ কেজি গাঁজা ও ৩৩ বোতল বিদেশী মদসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গার মনিরুল ইসলামের স্ত্রী রোমেনা বেগম (২৬) ও শিবগঞ্জের শাহবাজপুরের হঠাৎপাড়া এলাকার ফাইজউদ্দিনের ছেলে মাসির আলী (২০)।
রবিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শনিবার রাতে র্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
ডিএনসির কর্মকর্তা আসাদুর রহমান জানান; ‘গোপন খবরের ভিত্তিতে সদরের বালিয়াডাঙ্গায় রোমেনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার বাড়ি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
এদিকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়; ‘নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা শিবগঞ্জের দাইপুকুরিয়ায় অভিযান চালিয়ে ৩৩ বোতল বেদেশী মদসহ মাসির আলীকে আটক করা হয়।’
এ দুইটি ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ও মদসহ ২ জন আটক