চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।
সমাবেশে বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীসহ ধর্মীয় নেতারা অংশ নেন।
প্রায় দু’ ঘন্টাব্যাপি চলা সম্প্রীতি সমাবেশে বক্তারা মানুষে মানুষে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রাখতে এবং সম্প্রীতি বিনষ্টসহ নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ সেপ্টেম্বর, ২০২২