বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৫ তম কারামুক্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের পাঠান পাড়ার এক মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বয়াক আমিনুল ইলসাম, জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বয়াক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী ও মাদ্রাসার ছাত্ররা।
শেষ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া মাহফিল