২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামালার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরঘুরে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, সদর উপজেলা আ’লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা মহিলা আ’লীগ সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গণি জোহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলার কৃষক লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
২১ আগস্টের বর্বোরচিত হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট, ২০২২
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের বিক্ষোভ