শিবগঞ্জে ৪ হাজার ১৭৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাদিনগর এলাকা থেকে ৪ হাজার ১৭৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে  তেলকুপি বিওপির নায়েব সুবেদার ধীরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০ মেইন হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হাদিনগর গ্রাম নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৪ হাজার ১শ’ ৭৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার ৩৫০ টাকা।
এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ আগস্ট, ২০২২