২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ


বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম, বেনজির আলী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহাসহ অন্যরা। পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ নেয়।চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট, ২০২২