বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন; ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল পরে মানুষ মনে করে মুক্তির চেতনা শেখ হাসিনা। যারা বাংলাদেশ কে মেনে নেয়নি, যারা দেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, যারা বংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের প্রতিনিধিত্ব হচ্ছেন বিএনপি জামাত। এরা এক শক্তি। তারা কখন কী বলে আমাদের দেখার বিষয় না। বিএনপি জামায়াত যে যেখানে থাকুক তাদের চরিত্র এক। উদ্দেশ্য এক। ওদের নিতি এক। ওদের আদর্শ এক।’
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন; ‘আমাদের দেখার বিষয় হচ্ছে; বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল পরে মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শেখ মজিবুরের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে।’
শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে এসএম কামাল বলেন; ‘শেখ হাসিনার কারণে দেশের প্রায় ৫২ টি উপজেলায় যাদের ঘর নাই, জমি নাই তাদের ঘরে থাকার ব্যবস্থ্যা করে দিয়েছে। যারা ঢাকায় এসি রুমে বসে শেখ হাসিনার সমালোচনা করে; তারা এ আশ্রয়ন প্রকল্পের এসে দেখতে পারে। গ্রাম যে শহরে রুপান্তরিত হয়েছে এগুলো দেখে যেনো তারা সমালোচনা করে। আর যদি মিথ্যে সমালোচনা করে অসহায় মানুষের আর্তনাদ তাদেরকে ধ্বংস করে দিবে।’
জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে আ.লীগের এ নেতা বলেন; বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে দেশের তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটি শেখ হাসিনা স্বিকার করেছে। ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা।’
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আ.লীগের সহ-সভাপতি রুহুল আমিন, ডা.গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌর ময়র সৈয়দ মুনিরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ।
পরে জেলার শিবগঞ্জে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ আগস্ট, ২০২২
বিএনপি-জামায়াত এক সঙ্গে থাকুক আর আলাদা থাকুক তাদের চরিত্র এক- এস এম কামাল হোসেন