চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনকে আটক


চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে পৌর এলাকার রেহাইচরের মহানন্দা ব্রীজের পাশে সড়ক বিভাগ অফিসের উত্তর দিকে বট গাছ সংলগ্ন খড়ির হাটের পিছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃরা হলো -সুজন (২০), সোহেল রানা (২১), স্বপন হরিজন (৪৮), মুকুল (৬০), আসলাম মিস্ত্রী (৬৪), ফেলু মিয়া (৪৫) ও শ্রী সেন্টু কুমার (৩৫)।
আটককৃতদের ৬জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। তবে সেন্টুর নামে একজনের বাড়ি গোমস্তাপুরের চৌডালায়।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রেহাইচর এলাকায় সড়ক বিভাগ অফিসের উত্তর দিকে খড়ির হাটের পিছনে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৭জনকে আটক করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আটককৃরা মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট, ২০২২