চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রায়হান আল মুক্তাদির (২২) নামের একজনকে আটক করেছে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  আটক রায়হান জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট টাপ্পু গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, সোমবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছয় কেজি গাঁজাসহ রায়হান আল মুক্তাদিরকে আটক করা হয়। তিনি জানান, গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং তাকে থানায় সোপর্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ আগস্ট, ২০২২