শিবগঞ্জে ৭৭ পরিবারের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুস্থ ৭৭ পরিবারের মাঝে অনুদানের এককালিন ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়-দুস্থ পরিবারের মাঝে এসব চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। প্রত্যেক পরিবারকে ৫ ও ১০ হাজার টাকার চেক দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ জুলাই, ২০২২