চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিপ-৩) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব আবু মো. মহিউদ্দিন কাদেরী।
গতকাল শনিবার দুপুরে ইউজিপ-৩ প্রকল্পের বিভিন্ন কাজ ঘুরে দেখেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
পৌর মেয়র মোখলেসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, পৌর সচিব মামুন-অর- রশীদ, সমাজসেবক মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি শহীদুল হুদা অলক।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলসহ পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেয়র মোখলেসুর রহমানের দাবির প্রেেিত প্রধান অতিথি বলেন-আপনারা পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি করুন। আমি ঊর্ধ্বতন কর্তৃপরে সঙ্গে ইউজিপ-৪ এর বিষয়ে আলোচনা করে ব্যবস্থার নেয়ার চেষ্টা করব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ জুলাই, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইউজি-৩ প্রকল্প পরিদর্শন যুগ্ম সচিবের