নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত ও ঢাকার সাভারের হাজি ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষকরা।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চালাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, অধ্যক্ষ আব্দুল জলিল, কলেজ শিক্ষক গোলাম ফারুক মিথুন, দিলশাদ তহমিনা মিমি, হাফিজুল ইসলাম, ওয়ালিউল ইসলাম।
সমাবেশে বক্তারা, নড়াইলের অধ্যক্ষ লাঞ্ছনাকারী ও সাভারের শিক্ষক হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জাতির বৃহত্তর স্বার্থে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জুলাই, ২০২২
শিক্ষক হত্যা ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন