শিবগঞ্জে ২৭ টি ককটেল সদৃশ্য বোমাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান থেকে বুধবার বিকেলে ২৭টি ককটেল সদৃশ্য বোমসহ তোতা মিয়া (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক তোতা মিয়া শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকার বিনানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। র‌্যাবের দাবি, জব্দকৃত ককটেল সদৃশ্য বোম গুলো অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে তোতা মিয়া।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানের ভিতরে অভিযান চালিয়ে জঙ্গলের মধ্যে নিম গাছের নিচে থেকে ২৭টি ককটেল সদৃশ্য বোমাসহ তোতাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, রাজশাহী সদরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জয় কুমার সরকার।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ জুলাই, ২০২২