চাঁপাইনবাবগঞ্জে দু’দিনে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে দু’দিনে নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নতুন শনাক্ত ৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
স্থানীয় স্বাস্থ্যবিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার ও বুধবারের প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জুলাই ৩৭ জনের নমুনার আরটি-পিসিআর ও ২২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীায় এই ৪ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। আর ২৬ জুলাই ২১ জনের নমুনায় ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি আছেন ৪ জন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এখন পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৭ হাজার ৮১৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৫৭ হাজার ৪০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ৬৫৮ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুলাই, ২০২২