শিবগঞ্জে বসত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের চাঁদপুর চড়কটোলা গ্রামে নিজ বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের শাহীন আলীর স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রিয়া খাতুনের গলায় শাড়ি পেঁচানো ও বালিশ দিয়ে মুখ চাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় আনে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ জুলাই, ২০২২