অতিরিক্ত ধান মজুত> চাঁপাইনবাবগঞ্জে দুই মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা


চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুতের দায়ে তিনটি মিলের দুজন মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর। রবিবার মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করা হয়।
অভিযানে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, অতিরিক্ত ধান চাল মজুতবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে বিকেল পর্যন্ত আতাহার ও আশপাশের এলাকার ধান চাল মিল ও ধান ব্যবসায়ীর গুদামে অভিযান চালায়। অভিযানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ ও মিঠুন মৈত্র।
অভিযান চলাকালে গ্রামীণ এগ্রো’র সিদ্ধ চাল ইউনিটেকে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাল রাখার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা ও একই মালিকের আতপ চাল ইউনিটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেজা অ্যান্ড রানা রাইস মিলে ধারণ ক্ষমতার অধিক সিদ্ধ চাল রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ধান চাল মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান।      
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন, ২০২২