চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণের  আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসাক একেএম গালিভ খান।
বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার খামার বাড়িতে এ মেলার আয়োজন করা হয়।
মেলা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ মেলায় ৪টি স্টল আছে। ওইসব স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির আম, কলা,খেজুর,কাজুবাদাম,ডেউয়াসহ অনেক রকমের ফল আছে। এ ছাড়াও মেলায় আচার কর্নারও রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জুন, ২০২২