চাঁপাইনবাবগঞ্জে চার মাস পর নতুন করে ৪ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে প্রায় চার মাস পর নতুন করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করে ৪জন আক্রান্তে মধ্যে সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ১১ টি নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আরো ২ জনের করোনা শনাক্ত হন। জেলাবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০জুন, ২০২২