চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি মামলায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার হয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা পূর্বপাড়ার আফতার উদ্দিনের ছেলে মোঃ রানাউল হক @ কাইয়ুম রেজা ও একই উপজেলার কানসাট সদাশিবপুরের মোঃ সাবুর উদ্দিন (কান্তু)’র ছেলে সামিন আলী।
র্যাবের প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন শনিবার রাতে শিবগঞ্জ থানার শাহাবাজপুর এলাকা থেকে শিবগঞ্জ থানার জি.আর ৩৩৩/২১ (শিবঃ) মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রানাউল হক @ কাইয়ুম রেজাকে গ্রেফতার করা হয়।
র্যাবের অপর অভিযানে শিবগঞ্জ থানার সেশন নং ৩৫৪/২০ এর এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সামিন আলী কে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতার হওয়া আসামীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জন গ্রেফতার