চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জন গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি মামলায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার হয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা পূর্বপাড়ার আফতার উদ্দিনের ছেলে মোঃ রানাউল হক @ কাইয়ুম রেজা ও একই উপজেলার কানসাট সদাশিবপুরের মোঃ সাবুর উদ্দিন (কান্তু)’র ছেলে সামিন আলী।
র‌্যাবের প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন শনিবার রাতে শিবগঞ্জ থানার শাহাবাজপুর এলাকা থেকে শিবগঞ্জ থানার জি.আর ৩৩৩/২১ (শিবঃ) মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রানাউল হক @ কাইয়ুম রেজাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের অপর অভিযানে শিবগঞ্জ থানার সেশন নং ৩৫৪/২০ এর এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সামিন আলী কে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতার হওয়া আসামীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন, ২০২২