সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভা


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুর রহমান খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সোনামসজিদ কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু ও সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের আবু আহমেদ নজমুল কবির মুক্তা, রহনপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, অ্যাডভোকেট ইসাহাক, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুুল হক রানা ও দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজাসহ অন্যরা।
সভায় আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ মে, ২০২২

,