কাগজপত্র না থাকায় ভোলাহাটে দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ


৭২ ঘণ্টার মধ্যে অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ দেওয়ার পর শনিবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জনসেবা ডায়গনস্টিক সেন্টার ও সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছ স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও নিরাময় কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য সময় দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোলাহাট উপজেলায় দু’টি প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, তারা নির্দেশ না মানলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ মে, ২০২২