চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


‘এমন বিশ্ব গড়ি-অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, নবজাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীতার সার্বিক চিত্র তুলে ধরেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। তিনি জানান, বর্তমানে জেলায় ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭জন প্রতিবন্ধী রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ কবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ এপ্রিল, ২০২২