তীর নিক্ষেপ মোরগ লড়াই খেলার মধ্যদিয়ে আদিবাসী আলোর পাঠশালায় মহান স্বাধীনতা দিবস পালন


ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা, অংক দৌড়, মোরগ লড়াই, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একে একে ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান শিক আলী উজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক শংকর চন্দ্র দাস, লুইস মুর্মুসহ সহকারী শিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক সাঈদ মাহমুদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মার্চ, ২০২২