রহনপুর রেলস্টেশনে বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর রেলস্টেশনে রেললাইনের উপরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দসহ শিক্ষক, ছাত্র –ছাত্রীরা অংশ নেন।
রেলবন্দর বাস্তবায়ন পরিষদ নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার ও সদস্য-সচিব ইয়াহিয়া খান রুবেল,
গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু ও মাহফুজা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু ও আজিজুর রহমান, মহিলা নেত্রী সাবিহা শবনম কেয়া প্রমূখ।
সমাবেশে, রহনপুর রেলওয়ে স্টেশনে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরের ঘোষণার দাবিতে দীর্ঘ দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে তিন উপজেলার জনগণ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ মার্চ, ২০২২