চাঁপাইনাববগঞ্জের নাচোলে বুধবার আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে নাটোর জেলার কাফুরিয়া পশ্চিম পাড়ার মোকবুল হোসেনের ছেলে রনি আহম্মেদ (২৩), একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আলামিন (২৪), রাজশাহী জেলার পুঠিয়া থানার কালিগ্রামের আজাহার মন্ডলের ছেলে মজিদুল ইসলাম (৪৫), কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে দেলায়ার হোসেন (৬৪) ও রাজশাহী জেলার বাঘা থানার রুস্তুমপুর ভারতীপাড়া গ্রামের মৃত সেকান্দারের ছেলে আলমগীর (২৪)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরাতে আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল, অটো ও চার্জার ভ্যান চুরি করে আসছিলো। মঙ্গলবার রাতে রনি আহম্মেদ নামে একজনকে আটক করা হয়। তার তথ্যার ভিত্তিতে নাচোল, আমনুরা, রাজশাহীতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। ওসি তিনি আরো জানান, আন্তঃজেলা চোর সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২২
নাচোলে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক