সোনামসজিদ সীমান্তে ৫ হাজার ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুর ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ব্যাগ হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ মার্চ, ২০২২