চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ


দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিােভ সমাবেশ করেছে জেলা তাঁতী দল। মঙ্গলবার বিকোলে জেলা তাঁতীদলের আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুনের বাসভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতী দলের আহবায়ক আতাউল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক  তসিকুল ইসলাম, পৌর বিএনিপর সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,  পৌর কৃষক দলের সদস্য সচিব ইউসুফ আলী লাভলু, ছাত্র নেতা মিম ফজলে আজিম, আওয়াল আলী।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় মতার নিচে নিয়ে আসার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ, ২০২২