সমাবেশের অনুমতি না থাকার কথা বলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা দুলুকে ঢুকতে দেয়নি পুলিশ


কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের কর্মসুচিতে যোগদিতে আসা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢুকতে দেয়নি পুলিশ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেষ সীমানা দ্বারিয়াপুর এলাকায় আটকে দেয়া হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ্ব জানিয়েছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও নায্যমূল্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিক্রির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকেল তিনটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা আদর্শ স্কুল মাঠে স্থানীয় বিএনপি সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে যোগ দেয়ার কথা ছিল রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র। বেলা দেড়টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জের আসার পথে দ্বারিয়াপুরে পুলিশি বাধা মুখে পড়েন। সমাবেশের অনুমতি নেই দাবি করে পুলিশ তাকে ঢুকতে দেয়ানি। সেখান থেকেই ফিরে যান তিনি।
সমাবেশে যোগ দিতে না পারা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের ইন্ধনেই পুলিশ সমাবেশে যোগ দিতে বাধা দিয়েছে। সরকার চায় না মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হোক।
ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপুার আতোয়ার রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোন কথা বলেননি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ মার্চ, ২০২২