শিবগঞ্জ সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রহনপুর ব্যাটালিয়ন(৫৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রহনপুর ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌবাজার নামক স্থানে অভিযান চালায়। এ সময় ৩ জন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবির ৩জনকে ধাওয়া করলে ১টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৪০ হাজার  পিস ইয়াবা উদ্ধর করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক  মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা।
এদিকে বিজিবি’র অপর অভিযানে নামোচকপাড়া নামক স্থানে ১ হাজার ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ দুই ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ ফেব্রুয়ারি, ২০২২