মহারাজপুরে পিকআপ গাড়ির ধাক্কায় একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে পিকআপ গাড়ির ধাক্কায় রেনু বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত রেনু বেগম সদর উপজেলার লক্ষীপুর রাজপাড়ার মৃত লাল মোহাম্মদের মেয়ে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুরের ফিল্টের হাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ফিল্টের হাট এলাকায় রাস্তা পারাপারের  সময় একটি পিকআপ গাড়ির ধাক্কায় লেগে পড়ে গিয়ে রেনু বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়  বিকালে মারা যান। এ ঘটনায় পিক-আপের চালক পালিয়ে গেলেও পিকআপ গাড়িকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ ফেব্রুয়ারি, ২০২২