নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ৭৭ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৭৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করে ৭৭ জন আক্রান্তে মধ্যে ৭০ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দ। এর  মধ্যে ৫ জন শিবগঞ্জ উপজেলার, ১জন গোমস্তাপুর উপজেলার ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা রয়েছে।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৩৩ জনের দেহে। একই দিন স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১১২ জনের নমুনা পরীায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরো জানান, নতুন করে একদিনে ১০ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা  করা হয়েছে। জেলায় বর্তমানে রোগী সংখ্যা ৪৫৭ জন। তবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন রোগী ভর্তি রয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ ফেব্রুয়ারি, ২০২২