চাঁপাইনবাবগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে জোবদুল সভাপতি কনক সাধারণ সম্পাদক


চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২২ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ১৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ টি পদের মধ্যে ‘বিএনপি পšি’’ বিশু- কনক পরিষদের সেক্রেটারী জেনারেলসহ ১০ পদে জয়ী হয়েছেন। আর ‘আওয়ামী লীগ সমর্থিত’  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জবদুল-মনিরুল পরিষদ থেকে সভাপতিসহ ৫ পদে জয়ী লাভ করে।
বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.তাহির জামিল ও সহকারী নির্বাচন কমিশনার এ বি এম সাইদুল হক, এ্যাড. এতমাতুদ্দৌলা (মুকুট) এই ফলাফল ঘোষণা করেন।  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহা: জবদুল হক। সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হয়েছেন মোহা: মাহমুদুল ইসলাম (কনক)।
এর আগে সকাল থেকেই শান্তিপুর্ণভাবে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দু’ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৫ সদস্যের কার্য নির্বাহী পরিষদ গঠনে ২১৬ জন ভোটারের মধ্যে ২০০জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।  প্রার্থী ছিলেন দু’টি প্যানেলে ১৫ জন করে ৩০ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ ফেব্রুয়ারি,২০২২