চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন । করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্ত ১৮ জনের মধ্যে সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা । এই ১৮ জনের মধ্যে ৮ জন নারী ও ১০ জন পুরুষ  রয়েছে।
এর আগে গত শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল আরটি পিসিআর ল্যাবে ৩ জনের শনাক্ত হয়। আর স্থানীয় দু’টি বেসরকারি হাসপাতালে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে  ২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।  
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এস.এম. মাহমুদুর রশিদ জানান, শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩৬ জনের নমুনা পরীায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয় আর স্থানীয় দু’টি বেসরকারি হাসপাতালে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। জেলায় বর্তমানে রোগী এখন ৬০ জন। তার বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ এস.এম. মাহমুদুর রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ জানুয়ারি, ২০২২