আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা


আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে গণ সংযোগ ও পথ সমাবেশে আজ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সকাল থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীরা শেষ মুহুর্তে মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৫৪৯ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৪ টি কেন্দ্রে ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩, জানুয়ারি, ২০২২