সোনামসজিদ বন্দরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সময় তিনটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উদ্যোগে পানামা চত্বরে এসব কম্বল বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম ও টিপু সুলতানসহ বন্দর সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সানামসজিদ স্থলবন্দরে কর্মরত ১ হাজার ৬শ’ শ্রমিক ও তিনটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ জানুয়ারি, ২০২২