চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১২ জন আটক




চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাষ্টারপাড়ার একটি আমবাগানে মাদকসেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে র‌্যাব।  আটককৃতরা হচ্ছে, শহরের পিটিআই বস্তির মৃত শফিকুল ইসলামের ছেলে  তসলিম (১৮), মৃত নেয়ামত আলীর ছেলে আহাদ আলী (২৭), কাঁঠাল বাগিচার মৃত শরিফুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৪৮), কালীতলার মৃত-মনসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম (৩৮), নয়নশুকার মোজাম্মেল হকের ছেলে সেলিম (৩৫), রেহাইচর চাঁদলাই’র আবুল হোসেনের ছেলে আলম (২২), হুজরাপুরের আব্দুস সাত্তারের ছেলে পারভেজ (৬০), বারঘরিয়া ইউপি’র লক্ষীপুর ফকিরপাড়ার মৃত শাম মোহাম্মদ এর ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) ও মৃত আব্দুল ওদুদের ছেলে শাওন (২৮), হরিপুর মহলদার পাড়ার একরাম আলীর ছেলে ঈমন আলী (২০) ও জহিরুল ইসলামের ছেলে কাজল আলী (১৯) এবং রাজারামপুর বদুমিয়া পাড়ার মৃত ওবাইদুল হকের ছেলে হাসিব আলী (২৩)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে র‌্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই মাষ্টারপাড়ার একটি আমবাগানে অভিডান চালায়। অভিযানে মাদকসেবনরত অবস্থায় ১২ জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ডিসেম্বর, ২০২১