চাঁপাইনবাবগঞ্জের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৯ জনের মনোনয়ন পত্র দাখিল


আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫৮৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৭৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নারায়নপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৩ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪৩ জন। সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৪ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪৩ জন। শাজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১১ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৩৭ জন। চরবাগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৪ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪১ জন। মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৫ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৫০ জন। রানীহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৪ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৫০ জন। বারঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৩ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪১ জন। বালিয়াডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৭ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৬২ জন। দেবীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৫ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৩১ জন। ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১০ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪৩ জন। আলাতুলি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ৯ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ২৫ জন। চরঅনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ৯ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৩৮ জন। ঝিলিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ৮ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪৭ জন। গোবরাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৭ জন, সাধারণ ওর্য়ার্ডে সদস্য পদে ৪০ জন।
নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই হবে ১২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ ডিসেম্বর,২০২১