চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালহোইর মাঠে স্থাপনাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার ধরে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে দু’ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দু’ শিশু হচ্ছে, নাচোলের কসবা ইউনিয়নের কালহোইর দিঘীপাড়া গুচ্ছগ্রামের মাসুদ আলীর ছেলে সজিব (১০) ও মোহাম্মদ মিঠুর মেয়ে লামিয়া (৬)।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সকালে সজিব ও লামিয়া কালহোইর মাঠে ছাগল চড়াতে গিয়ে রহনপুর- বগুড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুলে থাকা তার নিয়ে খেলা করছিলা। এসময় সঞ্চালন লাইনের ৪২/৫ নম্বর টাওয়ার থেকে দু’ কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ শ্রমিকরা মেশিনের মাধ্যমে তার টান দিলে মুর্হুতেই তারে ঝুলে থাকা দু’ শিশু উপরে উঠে গিয়ে তার থেকে ছিটকে পড়ে। এতে উপর থেকে পড়ে ঘটনাস্থলেই দু’ শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনায় নিহত দু’ শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সজিব ও লামিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ ডিসেম্বর, ২০২১
নাচোলে বিদ্যুতের তারে ঝুলতে গিয়ে পড়ে দু’ শিশুর মর্মান্তিক মৃত্যু