চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে । পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৭২টি কেন্দ্রের ৪৪৯টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল বেলা শহরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ও পুরুষদের ব্যাপক উপস্থিতি। পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন


ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া ৪ প্লাটন বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন। এই প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ করা হচ্ছে। 

এদিকে, ভোটগ্রহণ চলাকালে বেলা ১১টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় যু্গ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন তার বাস ভবনে সাংবাদিক সম্মেলনে নৌকা প্রার্থীর পক্ষে ভোট গ্রহণে ব্যাপক কারচুপি হচ্ছে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন বন্ধের দাবি জানান। এসময় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ চার জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ নভেম্বর, ২০২১