শিবগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ চলছে গণনা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ব্যালট পেপারে এবং ১টিতে ইভিএম-এ ভোট গ্রহণ শেষ চলছে গণনা।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু চলে বিকেল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ব্যাপক সংখ্যক নারী পুরুষ ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ৩ লাখ ৪০ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোটাররা ভোটকেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবসহ পুলিশ সদস্যরা কাজ করছেন।
নির্বাচনে  ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরতি নারী সদস্য পদে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ নভেম্বর, ২০২১